আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৫:৪৩

অনলাইনে লাইভ ক্লাস নিচ্ছে জেলা শিক্ষা অফিস

 

দৃষ্টি নিউজ:

করোনা ভাইরাস মহামারির কারণে টাঙ্গাইল জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে যথানিয়মে পাঠদান বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে।

এ ক্ষতি পুষিয়ে নিতে জেলা শিক্ষা অফিস ‘টাঙ্গাইল অনলাইন স্কুল’ ফেইসবুক পেইজের মাধ্যমে গত ৬ এপ্রিল থেকে প্রতিদিন লাইভ ক্লাস পরিচালনা করছে। জেলা শিক্ষা অফিসার লায়লা খানম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণিতে ৪-৫ টি করে গড়ে মোট ৩০ টির বেশি লাইভ ক্লাস পরিচালনা করা হচ্ছে। ক্লাসগুলো নিয়মিত দেখে নির্দেশনাসমুহ ও বাড়ির কাজ নিয়মিত করলে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের অভাব অনেকাংশে পূরণ হবে।

উক্ত ক্লাসগুলো ফেইসুবক পেইজে (https: www.facebook.com/tangailonlineschool/) সংরক্ষণ রয়েছে। সেখান থেকে সুবিধাজনক সময়ে যে কেউ ক্লাসগুলো দেখতে পারবে বলেও জানানো হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno