প্রথম পাতা / ছবি /
আগামি নির্বাচন খালেদা জিয়াকে মুক্ত করবার নির্বাচন :: কাদের সিদ্দিকী
By দৃষ্টি টিভি on ১৭ নভেম্বর, ২০১৮ ৮:৪০ অপরাহ্ন / no comments
সখীপুর সংবাদদাতা:
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, বাংলাদেশে এত বড় কারাগার নেই যেখানে খালেদা জিয়াকে আটকে রাখা যায়। যে টাকা তছরুপ হয়নি সেই দুই কোটি টাকার জন্য যে বিচারক খালেদার জেল দিয়েছেন তারও একদিন বিচার হবে। আমিই ওই বিচারকের বিরুদ্ধে মামলা করবো। আগামি নির্বাচন অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করবার নির্বাচন। শনিবার(১৭ নভেম্বর) বিকালে ভোট ডাকাতি দিবস পালন উপলক্ষে সখীপুরে তাঁর বাসভবনে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর বলেন, আমি নির্বাচনই করতে চাইনা। সারাদেশ ঘুরে শেখ হাসিনাকে দেখাতে চাই ওনি তলাফাঁটা নৌকা নিয়ে কতদূর যেতে পারেন। তিনি একাই বঙ্গবন্ধুর কন্যা নন, আমিও বঙ্গবন্ধুর রাজনৈতিক পুত্র। আমার গায়ে বঙ্গবন্ধুর রক্ত না থাকলেও বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে। তিনি আরও বলেন, অনেক কথা শুনেছি, শেষ পর্যন্ত রাজাকারের খেতাব পেয়েছি তাই গত ছয় বছরে আমি শহীদ মিনার, স্মৃতিসৌধ ও গণভবনে যাইনি। কিন্তু ৭৫’র প্রতিরোধ যোদ্ধাদের মিলনমেলার বিষয়ে কথা বলতে গণভবনে যাওয়ার জন্য ৯বার ফোন করে ব্যর্থ হয়েছি। পরে চিঠিও লিখেছি কিন্তু জবাব পাইনি। আগামি ৩০ ডিসেম্বরের পর ওনাকেই (শেখ হাসিনা) আমাকে চিঠি লিখতে হবে। তিনি বিএনপি সমর্থকদের বলেন, ধানের শীষকে রক্ষা করতে গামছা লাগবে। ধানের শীষ এখন আর বিএনপির প্রতীক নয় এটি এখন জাতীয় ঐক্যফ্রণ্টের প্রতীক।
সভায় স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও ডাকসু’র সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মনসুর, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান তালুকদার বীরপ্রতিক, জেলা সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হালিম সরকার, মীর জুলফিকার শামীম বক্তব্য দেন। এছাড়াও সভায় স্থানীয় বিএনপি নেতা ও দলের মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ হাবীব, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, শরীফ হোসেন পাপ্পুও বক্তব্য রাখেন।
প্রসঙ্গত: ১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮(সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে প্রতিবছর কৃষক শ্রমিক জনতা লীগ ভোট ডাকাতি দিবস পালন করে আসছে।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
দুই এমপিকে টাঙ্গাইল প্রেসক্লাবের শুভেচ্ছা
-
আন্তঃউপজেলা ক্রিকেটে টাঙ্গাইল ও ঘাটাইল প্রেসক্লাব জয়ী
-
ভূঞাপুরে শক্ত অবস্থানে চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম
-
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সভাপতির আজীবন বহিস্কারের দাবিতে বিক্ষোভ
-
উন্নয়ন ও অগ্রগতির প্রচার কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিং
-
ধনবাড়ীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হীরার গণমিছিল
-
আন্তঃউপজেলা ক্রিকেটে কালিহাতী ও মির্জাপুর প্রেসক্লাব সেমিফাইনালে
-
ইটালির যে যৌনপল্লীতে নেই যৌনকর্মী, আছে শুধু সেক্স ডল

আপডেট পেতে লাইক করুন

0 Comments
You can be the first one to leave a comment.