আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৮:৪৪

আ’লীগ নেতা আমিনুল ইসলাম নিক্সনের দাফন সম্পন্ন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক আমিনুল ইসলাম নিক্সনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রোববার (২ আগষ্ট) দুপুরে নিজ গ্রাম আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

নিক্সনের ভাতিজা সজীব আহমেদ জয় জানান, রোববার বেলা ১১ টায় জানাজা হওয়ার কথা থাকলেও নামাজের পূর্বে সোয়া ১১ টার দিকে স্থানীয় এমপি ছোট মনির উপস্থিত হওয়ার পর এ নৃশংস খুনের প্রতিবাদে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, মেয়র রকিবুল হক ছানা, গোপালপুর আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান

তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মী, ধনবাড়ী, মধুপুর ও

গোপালপুরের অসংখ্য শুভানুধ্যায়ী এবং এলাকার অসংখ্য সাধারণ মানুষ জানাজা নামাজে অংশ নেয়। পরে আজগড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

উল্লেখ্য, ঈদের আগের রাত শুক্রবার (৩১ জুলাই) গ্রামের বাড়ি গোপালপুরের আজগড়া থেকে ধনবাড়ীর বাসায় ফেরার পথে কলেজ শিক্ষক আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম নিক্সন আজগড়া খালের ব্রিজের অদূরে ধনবাড়ী সীমানায় দূর্বৃত্তদের আক্রমণের শিকার হন।

তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়া নিক্সনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান নিক্সন।

নিতহ আমিনুল ইসলাম নিক্সন গোপালপুরের হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলাউদ্দিন তালুকদার ওরফে তারা মিয়ার ছেলে। টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আমিনুল ইসলাম নিক্সন গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ধনবাড়ীর রান ডেভেলপমেন্ট উন্নয়ন সংগঠনের তিনি ভাইস প্রেসিডেন্ট। নিহত আমিনুল ইসলাম সপরিবারে ধনবাড়ী উপজেলা শহরে বাস করতেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno