দৃষ্টি নিউজ:

মোবাইলের ম্যাসেজ অপশনে চিরকুট লিখে টাঙ্গাইলের সখীপুরে বড়ই গাছের ডালে গলায় ফাঁসি দিয়ে মৌসুমী আক্তার সুমি(১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার(২০ সেপ্টেম্বর) রাতে সখীপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের এসডিএস মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। সুমি ওই এলাকার ভ্যানচালক মো. শামছুল হকের মেয়ে এবং ভবেমিশন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
শনিবার(২১ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহত সুমির বান্ধবী আশা আক্তার বলেন, শুক্রবার রাতে পড়ালেখা শেষে আমি ও সুমি একই রুমে ঘুমাতে যাই। শেষ রাতে সুমি প্রকৃতির ডাকে বাইরে যায়। তার আসতে দেরি হলে আমি মোবাইলের টর্চ জ¦ালাতে গেলে একটি এসএমএস দেখতে পাই। তাতে সুমি লিখেছে ‘আশা আপু হৃদয়কে বলো আমি আর নেই’। বাইরে গিয়ে দেখি বড়ই গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে সুমি ঝুঁলে আছে।
সখীপুর থানার এসআই মো. ওবায়দুল্লাহ বলেন, প্রেম ঘটিত বিষয়ে সুমি আত্মহত্যা করে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।