আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ২:৫৮

এমপি রানার সহযোগী রাসেল আগ্নেয়াস্ত্র, গুলি ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ঘাটাইলে তিনটি আগ্নেয়াস্ত্র, ৬৫ রাউন্ডগুলি, ম্যাগজিন ও চারশ’ বোতল ফেন্সিডিলসহ রাসেল মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানা পুলিশ। রাসেল উপজেলা সদরের মৃত খোরশেদ আলী ওরফে খসরু মিয়ার ছেলে। শনিবার(১০ নভেম্বর) ভোরে ঘাটাইল বাসষ্ট্যান্ড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কারাবন্দি সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খানা রানার সহযোগী।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সাংবাদিক সম্মেলনে জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মাকসুদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ঘাটাইল পৌরসভাধীন ঘাটাইল বাসষ্ট্যান্ডের চেয়ারম্যান আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালনার সময় আমানুর রহমান খানা রানা এমপি’র সহযোগী রাসেল মিয়ার(২৯) চারতলা বাসার দ্বিতীয়তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি অটো পিস্তল উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বাসায় তল্লাশী করে তার রুম থেকে আরও একটি রিভলবার, একটি পিস্তলের যন্ত্রাংশ, ৬৫ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন ও বস্তায় ভর্তি চারশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাসেলের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় আরো ৪টি মামলা রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno