আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ২:২৮

কালিহাতীতে খাবার হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান

 

কালিহাতী সংবাদদাতা:

টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন খাবার হোটেল ও মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আট হাজার টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার(১৬ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বে ওই ভ্রাম্যান আদালত পরিচালনা করা হয়।
কালিহাতী বাসস্ট্যান্ডের পিয়াসী হোটেল অ্যান্ড রেষ্টুরেন্ট ও সম্ভোর হোটেলে অভিযান চালিয়ে যথাক্রমে পাঁচ ও তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৫৩ ধারায় কালিহাতী বাসস্ট্যান্ডের দুইটি খাবার হোটেলকে নোংরা পরিবেশ থাকায় আট হাজার টাকা আর্থিক জরিমানা ও আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno