আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ২:৪৯

কালিহাতীতে দুই কসাই’র এক বছরের কারাদণ্ড

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে দুর্গন্ধযুক্ত অসুস্থ্য গরু জবাই করে বাজারে নিয়ে যাওয়ার সময় দুই কসাইকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের জেল ও জরিমানা প্রদান করেন। বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, উপজেলার বল্লা মধ্যপাড়া গ্রামের মো. মেহেদী হাসানের ছেলে মো. নাসির উদ্দিন ও একই গ্রামের মৃত এখলাছ উদ্দিনের ছেলে মো. বকুল হোসেন ফাইলা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, উপজেলার বাগুটিয়া-বিলবর্নি এলাকায় রাস্তার মাঝখানে একটি দুর্গন্ধযুক্ত গরু জবাই করে করটিয়া বাজারে নেয়ার সময় এলাকাবাসী প্রশাসনকে জানায়। পরে ভ্রাম্যমান আদালত হাতে নাতে দুইজনকে আটক করেন। পরে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এক বছরের জেল জরিমানা করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno