আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৪:৪২

ক্যান্সার রোগীদের চেক ও হিজড়াদের মাঝে শেলাই মেশিন বিতরণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার(১১ ফ্রেরুয়ারি) বিকালে সরকারি শিশু পরিবার(বালিকা) মিলনায়তনে ক্যান্সার রোগীদের চেক ও হিজড়াদের মাঝে শেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকের প্যারালাইজড ও থ্যালাসেমিয়ার আক্তান্ত রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে ২৩২ জনকে ৫০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদানের চেক ও ৫০জন হিজড়া প্রশিক্ষণার্থীর মাঝে শেলাই মেশিন, সনদ পত্র এবং প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, জেলা সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মো. আনিসুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno