আজ- মঙ্গলবার | ১ জুলাই, ২০২৫
১৭ আষাঢ়, ১৪৩২ | ভোর ৫:০৯
১ জুলাই, ২০২৫
১৭ আষাঢ়, ১৪৩২
১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ়, ১৪৩২

‘খান বাড়ি বাড়াবাড়ি’ পাঁচ বোনের গল্প

দৃষ্টি বিনোদন:

বছরের প্রথম মাসেই নাট্যপরিচালক সকাল আহমেদ নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। নাটকটির নাম ‘খান বাড়ি বাড়াবাড়ি’। মূলত এই ধারাবাহিকটি একটি কমেডি ঘরানার। রচনা করেছেন ইউসুফ আলী খোকন।

নাটকটিতে চার বোনের চরিত্রে অভিনয় করছেন- পারসা ইভানা, কাজল সুবর্ণ, নিশাত প্রিয়ম ও সামান্তা। তাদের আরো একজন বোনের চরিত্রে অভিনয় করছেন মিম চৌধুরী। মূলত এই পাঁচ বোনের গল্প নিয়েই নাটকের কাহিনী আবর্তিত। তাদের বাবার চরিত্রে অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইভানা বলেন, ‘সকাল ভাই একজন মেধাবী ও গুণী পরিচালক। দীর্ঘদিন পর তার পরিচালনায় ধারাবাহিক নাটকে কাজ করছি। যেহেতু এখানে আমাদের পাঁচ বোনকে ঘিরে নাটকের গল্প আবর্তিত, তাই আমরা ভীষণ উপভোগ করছি কাজটি।’

কাজল সুবর্ণ বলেন, ‘এই নাটকে আমার চরিত্রটি অনেকটাই টম বয়ের মতো। টম বয়ের চরিত্রে আমি আফরান নিশো ভাইকে দেখেছি অসাধারণ অভিনয় করতে। আমি আমার নিজের ভেতর নিশো ভাইকে লালন করেই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’

শিগগিরই ‘খান বাড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকটি বৈশাখী টিভিতে প্রচারিত হবে। ধারাবাহিক এ নাটকটি প্রযোজনা করছেন তুহিন বড়ুয়া ও কাজী রিটন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়