আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৪:৪০

ঘাটাইলে চোলাই মদের কারখানা সন্ধান!

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল পৌর সভার ভানীকাতরা এলাকায় দেশীয় চোলাই মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। রোববার(৫ মে) ভোরে ওই এলাকার মদের কারখানায় অভিযান চালিয়ে নয়টি ড্রামে ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, ভানীকাতরা গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে আব্দুুল জলিল এবং মৃত জুরান আলীর ছেলে আব্দুল করিম।
ঘাটাইল থানার উপ-পরিদর্শ (এসআই) আব্দুল মান্নান ও আবু হানিফ জানান, পৌর এলাকার ভানীকাতরা গ্রামের আব্দুল জলিল ও আব্দুল করিম কারখানা তৈরি করে দীর্ঘদিন যাবত দেশীয় চোলাই মদ প্রস্তুত ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের মদের গোডাউনে অভিযান চালিয়ে মজুদ থাকা ৫০০ লিটার দেশীয় মদ ভর্তি নয়টি ড্রাম উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno