আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  ভোর ৫:০১

টাঙ্গাইলের আইনজীবীরা ভার্চ্যুয়াল আদালতে অংশ নেবেন না

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের আইনজীবীরা ভার্চ্যুয়াল আদালতে অংশ নেবেন না। শারীরিক দূরত্ব বজায় রেখে অন্য কোনো বিকল্প উপায়ে আদালত চালুর দাবি জানান তারা। বৃহস্পতিবার(১৪ মে) জেলা অ্যাডভোকেট বার সমিতির বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধিকাংশ আইনজীবী ভার্চ্যুয়াল আদালত চালুর বিপক্ষে মত প্রকাশ করেন। তাদের দাবি, টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির বেশির ভাগ আইনজীবী তথ্যপ্রযুক্তি ব্যবহারে প্রস্তুত নন।

ভার্চ্যুয়াল আদালতে মামলার নথিপত্র স্ক্যান করে তা আদালত এবং অপর পক্ষের আইনজীবীকে পাঠাতে হবে। তাই আইনজীবীদের ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রমে অংশ নিতে তথ্যপ্রযুক্তিগত অনেক ঝামেলায় পড়তে হবে। এজন্য এ পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো বিকল্প উপায়ে আদালত পরিচালনার পক্ষে মত দেন অধিকাংশ আইনজীবী।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একেএম নাছিমুল আক্তার জানান, গত ১২ মে (মঙ্গলবার) জেলা অ্যাডভোকেট বার সমিতির এক সভায় ভার্চ্যুয়াল আদালতে অংশ না নিতে আইনজীবীরা সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য বৃহস্পতিবার(১৪ মে) বিশেষ বর্ধিত সভা আহ্বান করা হয়। সভায় ভার্চ্যুয়াল আদালতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ভার্চ্যুয়াল আদালত বাদ দিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে অন্য কোনো বিকল্প পন্থায় আদালত পরিচালনার জন্য আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব জায়গায় দাবি জানিয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno