আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:০৪

টাঙ্গাইলের ১৫ প্রমিলা ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগে

 

দৃষ্টি নিউজ:


চলতি বছর টাঙ্গাইলের ১৫ জন প্রমিলা ক্রিকেটার ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগে ঢাকা ইষ্ট অ্যান্ড ক্লাবের হয়ে খেলতে যাচ্ছে। তারা এ বছর ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেটলীগের দল ইষ্ট অ্যান্ড ক্লাবের সাথে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। টাঙ্গাইলে ক্রিকেট বোদ্ধাদের ধারণা, এবার তারা ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটলীগকে মাতিয়ে দেবে।
টাঙ্গাইলে প্রমিলা ক্রিকেটাররা দ্রুতই উঠে আসছে। এক দিকে যখন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল এশিয়ার মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরে এশিয়া মহিলা কাপে চ্যাম্পিয়ন হয়েছে। তখন টাঙ্গাইলে মেয়েরাও ক্রিকেটে এগিয়ে আসছে, বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করার জন্য। তাদের প্রথম টার্গেট ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগের শিরোপা।
টাঙ্গাইল জেলা কোচ আরাফাত রহমানের নিবিড় প্রশিক্ষণে তারা গড়ে ওঠছে। ঢাকায় খেলবে ইষ্ট অ্যান্ড ক্লাবের কোচ মনির হোসেনের অধীনে।
এই দলের অধিনায়ক লিপি আক্তারে বাড়ি পৌর এলাকার আদি টাঙ্গাইল। বাবা রিকসা চালক হালিম মিয়া। লিপির ক্রিকেট খেলায় অনুপ্রেরণা তার বাবা ও টাঙ্গাইল জেলা কোচ আরাফাত রহমান। এ ছাড়া যে সব প্রমিলা ক্রিকেটার ঢাকা ইষ্ট অ্যান্ড ক্লাবের হয়ে খেলবে তারা হচ্ছেন, মৌসুমী আক্তার, সাথী আক্তার, অন্তরা আক্তার, তামান্না ইসলাম, উন্নতি আক্তার, শিলা আক্তার, ইসরাত জাহান ইমু, আফরোজা আক্তার, মিম আক্তার, বৃষ্টি আক্তার, হ্যাপী, ইসরাত জাহান ভাবনা, আকাশী আক্তার, তমা আক্তার, পায়েল রানী।
এদের মধ্যে লিপি আক্তার, মৌসুমী আক্তার, সাথী আক্তার, অন্তরা আক্তার, তামান্না ইসলাম, উন্নতি আক্তার ও শিলা আক্তার গত বার ঢাকার প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগে বিভিন্ন দলের হয়ে খেলেছে।
শুরুর দিকে প্রমিলা ক্রিকেটে অভিভাবকের অনীহা থাকলেও এখন তাদের ক্রিকেট খেলার সামর্থ দেখে তারাই এখন ওদের অনুপ্রেরণা। বর্তমানে টাঙ্গাইলে বিভিন্ন ক্রিকেট অ্যাকাডেমিতে ৭৭ জন প্রমিলা ক্রিকেটার নিয়মিত অনুশীলন করছে।
এ প্রসঙ্গে বিসিবি নিয়োগকৃত টাঙ্গাইল জেলা কোচ আরাফাত রহমান বলেন, ‘টাঙ্গাইলে বেশ ক’জন প্রতিভাসম্পন্ন প্রমিলা ক্রিকেটার রয়েছে। তারা ছেলেদের মতো নিয়মিত মাঠে অনুশীলন করে। তাদের মধ্যে লিপি খুবই প্রতিভাবান ক্রিকেটার। লিপি গতবার ঢাকা লীগে খেলেছে, এবারও খেলতে যাচ্ছে। আমি আশাবাদী লিপি খুব দ্রুত নিজেকে মহিলা ক্রিকেটাঙ্গনে মেলে ধরবে’।
উল্লেখ্য, আগামি ১৫ নভেম্বর রাজধানীর বিভিন্ন মাঠে বসবে ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগের ২০১৮ সালের সেশন। ঢাকার ২০টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno