আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ২:৫১

টাঙ্গাইলের ৮টি আসনে ৮৩ জনের মনোনয়নপত্র দাখিল

 

বুলবুল মল্লিক:

টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ৮টি সংসদীয় আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত মোট ৮৩ জনের মনোনয়নপত্র জমা পড়েছে। আসন ওয়ারি মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন-

টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে ৮জন: ড. আব্দুর রাজ্জাক ভোলা(আওয়ামী লীগ), ফকির মাহবুব আনাম স্বপন ও সরকার শহীদুল ইসলাম(বিএনপি), আশরাফ আলী(ইসলামী আন্দোলন), সালামত হোসাইন খান(জাকের পার্টি), আবু মিল্লাত হোসেন(ন্যাশনাল পিপলস পার্টি), ফারুক আহমেদ(কৃষক শ্রমিক জনতালীগ) ও খন্দকার আনোরুল হক(স্বতন্ত্র)।

টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনে ৯ জন: তানভীর হাসান ছোট মনির ও খন্দকার মশিউজ্জামান রোমেল(আওয়ামী লীগ), সুলতান সালাউদ্দিন টুকু ও শামছুল আলম তোফা(বিএনপি), এনামুল হক মঞ্জু (জাকের পার্টি), জাহিদ হোসেন খান(কমিউনিষ্ট পার্টি), এমএম শামসুর রহমান(ইসলামী আন্দোলন বাংলাদেশ), রফিকুল ইসলাম (কৃষক শ্রমিক জনতা লীগ), মনিরুল ইসলাম (বিকল্প ধারা)।

টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে ৯ জন: আতাউর রহমান খান (আওয়ামী লীগ), লুৎফর রহমান খান আজাদ ও মাইনুল ইসলাম(বিএনপি), আব্দুর রশিদ(কৃষক শ্রমিক জনতা লীগ), মাওলানা রেজাউল করিম (ইসলামী আন্দোলন), আবু হানিফ(বাংলাদেশ তরিকত ফেডারেশন), আতাউর রহমান বড়ভাই (বিএনএফ), খলিলুর রহমান(জাকের পার্টি), এসএম চাঁন মিয়া(ন্যাশনাল পিপলস পার্টি)।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ১৬ জন: আবদুল লতিফ সিদ্দিকী(স্বতন্ত্র), মোহাম্মদ হাছান ইমাম খাঁন (আওয়ামী লীগ), লুৎফর রহমান মতিন, বেনজির আহম্মেদ টিটু ও ইঞ্জিনিয়ার আব্দুল হালিম(বিএনপি), বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম (কৃষক শ্রমিক জনতা লীগ), শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী (কৃষক শ্রমিক জনতা লীগ), ইঞ্জিনিয়ার লিয়াকত আলী (কৃষক শ্রমিক জনতা লীগ), সাদেক সিদ্দিকী (জাতীয় পার্টি-জেপি), মির্জা আবু সাইদ (ইসলামী আন্দোলন), খন্দকার মোন্তাজ আলী(জাকের পার্টি), সৈয়দ মোস্তাক হোসেন রতন (জাতীয় পার্টি এরশাদ), এসএম আবু মোস্তফা (জাতীয় সমাজতান্ত্রিক দল), শুকুর মাহমুদ, বাকির হোসেন ও আবুল কাশেম (স্বতন্ত্র)।

টাঙ্গাইল-৫(সদর) আসনে ১১ জন: মো. ছানোয়ার হোসেন (আওয়ামী লীগ), মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ও ছাইদুল হক ছাদু (বিএনপি), মুরাদ সিদ্দিকী (স্বতন্ত্র), পীরজাদা শফিউল্লাহ আল মুনির (জাতীয় পার্টি), হাবিবুর রহমান তালুকদার(কৃষক শ্রমিক জনতা লীগ), খন্দকার সানোয়ার হোসেন (ইসলামী আন্দোলন), সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা(বাংলাদেশ খেলাফত মজলিশ), আবু তাহের (এনপিপি), শামীম আল মামুন(বিএনএফ), খন্দকার সানোয়ার হোসেন(ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ১১ জন: আহসানুল ইসলাম টিটু(আওয়ামী লীগ), অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও নুর মোহাম্মদ খান(বিএনপি), আখিনুর মিয়া(ইসলামী আন্দোলন), আনোয়ার হোসেন(বাংলাদেশ তরিকত ফেডারেশন), সুলতান মাহমুদ(বিএনএফ), মাসুকুল হক মুরাদ (ওয়ার্কার্স পার্টি), সৈয়দ নাভেদ হোসেন(জাসদ), মামুনুর রহমান(এনপিপি), ব্যারিষ্টার এম আশরাফুল ইসলাম ও রবিউল আওয়াল লাভলু (স্বতন্ত্র)।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ৯ জন: একাব্বর হোসেন(আওয়ামী লীগ), আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাঈদ সোহরাব(বিএনপি), সৈয়দ মজিবুর রহমান(খেলাফত মজলিশ), রুপা রায় চৌধুরী (প্রগতিশীল গণতান্ত্রিক দল), জহিরুল ইসলাম(জাতীয় পার্টি), গোলাম নওজব চৌধুরী পাওয়ার(ওয়ার্কার্স পার্টি), লিপি বেগম(কৃষক শ্রমিক জনতা লীগ), শাহিনুর ইসলাম(ইসলামী আন্দোলন)।

টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে ১০ জন: অ্যাডভোকেট জোয়াহেলরুল ইসলাম জোয়াহের (আওয়ামী লীগ), বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম (কৃষক শ্রমিক জনতালীগ), হাবিবুর রহমান তালুকদার খোকা(কৃষক শ্রমিক জনতা লীগ), কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী (কৃষক শ্রমিক জনতা লীগ), কাজী আশরাফ সিদ্দিকী ও রেজাউল করিম(জাতীয় পার্টি-এরশাদ), মাওলানা আব্দুল লতিফ মিয়া (ইসলামী আন্দোলন), শফি সরকার(ন্যাশনাল পিপলস পার্টি), শহিদুল ইসলাম ও লিয়াকত আলী (স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno