আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১০:৪০

টাঙ্গাইলে অবৈধ ড্রেজার মেশিন বন্ধের দাবি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ও কাকুয়া ইউনিয়নের কৃষকরা অবৈধ ড্রেজার মেশিন চালানো বন্ধের দাবি জানিয়েছে। মঙ্গলবার(৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে কৃষকরা ওই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্ত্যবে কৃষকরা জানান, বাঘিল ইউনিয়নের পাইকমুড়িল গ্রামের আকবর আলীর ছেলে ও পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির(লাল পতাকা) সাবেক সদস্য লাল মিয়া এবং কাকুয়া ইউনিয়নের বারেক মোল্লার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ইতোমধ্যে ওমরপুর মৌজার ১০৭, ১০৮, ৩৯৪, ৩১৯ ও ৩৯৬ খতিয়ানের ২১৭৩, ২১১৫, ২১১৭, ২১১৮, ২১৭৫, ২১৭৪ নম্বর দাগের ফসলি জমি পাশের ধলেশ্বরীর শাখা নদীতে বিলীন হয়ে গেছে।

কৃষকরা জানান, বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ওই এলাকার ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের(ভূমি) কাছে লিখিত অভিযোগ দিয়েও তারা কোন সুফল পাননি। বাধ্য হয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গত ২৩ সেপ্টেম্বর এলাকায় গিয়ে অন্য দুইটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়। এ খবর পেয়ে লাল মিয়া ও আজিজুল পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালত চলে যাওয়ার পরদিনই লাল মিয়া ও আজিজুল আবার ফসলি জমিতে বাংলা ড্রেজার চালু করেছে। কৃষকরা ওই বাংলা ড্রেজার বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

সংবাদ সম্মেলনে কৃষকদের মধ্যে আবুল হোসেন সরকার, কোহিনুর সরকার, মোনায়েম সরকার, কবীর সরকার, সফি সরকার, হাজী নুরুল হুদা, কুদ্দুস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno