আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১২:১২

টাঙ্গাইলে এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন ও কর্মবিরতি

 

দৃষ্টি নিউজ:


হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের রায়ে তিন হাজার ৮২৩জনের চাকুরি জাতীয় করণের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধনও কর্মবিরতি পালন করেছে জেলা এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ। বুধবার (১১ জুলাই) সকালে টাঙ্গাইল এলজিইডি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি সৈয়দ নুর আলম, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কার্যসহকারী নজরুল ইসলাম, নাজমুল হক খান, মির্জা সোলায়মান প্রমুখ।
বক্তারা বলেন, আমরা অনেকেই ১৫-২০ বছর যাবত এলজিইডিতে কর্মতে রয়েছি। তবুও আমাদের চাকুরি জাতীয়করণ করা হচ্ছে না। আমরা মাষ্টার রুলেই কাজ করে যাচ্ছি। নিয়মিত নির্ধারিত বেতন-ভাতাও পাই না। তাই আমাদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। নেতৃবৃন্দ এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno