আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১:১৪

টাঙ্গাইলে ট্রাফিক পক্ষ উপলক্ষে র‌্যালি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ‘ট্রাফিক আইন মেনে চলুন, দুর্ঘটনা রোধে সহায়তা করুন’ এই প্রতিপাদ্যে ট্রাফিক পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৭ এপ্রিল) সকালে জেলা পুলিশের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) রফিকুল ইসলাম সরকার, ট্রাফিক ইন্সপেক্টর এশরাজুল হকসহ পুলিশের উর্ধতন কর্মকর্তা ও জেলা পুলিশের সদস্যরা। র‌্যালিতে অংশ নেয় পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা রোধ এবং জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী ‘ট্রাফিক পক্ষ’ পালন করা হচ্ছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে ‘ট্রাফিক পক্ষ’ শুরু হয়েছে, আগামি ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno