আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৯:১১

টাঙ্গাইলে ধানের ন্যায়্য মূল্যের দাবিতে কৃষক দলের মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে কৃষকের ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা কৃষক দল। বৃহস্পতিবার(১৬ মে) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মো. আবুল কাশেম, কৃষক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খ. আনিছুর রহমান আনিছ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, আশরাফ পাহেলী, জেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম প্রমুখ। এছাড়া সদর থানা কৃষক দলের সভাপতি নুরু নবী কোহিনুর, সহ-সভাপতি বুলবুল আহমেদ সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, আজকে কৃষক তার চাষ করা পাকা ধান ক্ষেতে আগুন ধরিয়ে দিচ্ছে। কালিহাতী ও বাসাইলের কৃষক ধানের নায্য মূল্য না পেয়ে বাধ্য হয়ে তাদের ক্ষেতে আগুন ধরিয়ে দিচ্ছে। এটা একটা নজির তৈরি হয়েছে। অবিলম্বে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনার জোর দাবি জানান বক্তারা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno