আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৭:০৯

টাঙ্গাইলে নাট্য উৎসব শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি

 

দৃষ্টি বিনোদন:

মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ‘জঙ্গি-অবক্ষয়-দুর্নীতি, মানবে না এ সংস্কৃতি’ স্লোগানে সাংস্কৃতিক নগরী টাঙ্গাইলে তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু হচ্ছে আগামি ২৬ ফেব্রুয়ারি(বুধবার)। ওইদিন বিকাল সোয়া ৬টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নগর নাট্যদলের পথনাটক ‘আদাব’ প্রদর্শন করা হবে।

বিশিষ্ট নাট্যকার মান্নান হীরা রচিত ‘আদাব’ পথনাটকটি পরিচালনা করবেন, নগর নাট্যদলের উৎপল কুমার।

টাঙ্গাইল শিল্পকলা অ্যাকাডেমির নাট্যমঞ্চে একইদিন(২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সংকেত নাট্যদল মান্নান হীরার রচনা ও পরিচালনায় নাটক ‘স্বপ্নে ঘেরা মাটি’ মঞ্চায়িত হবে।

টাঙ্গাইল শিল্পকলা অ্যাকাডেমির নাট্যমঞ্চে আগামি ২৭ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় টাঙ্গাইল থিয়েটার আবু আল সাঈদ রচিত ও রতন দত্তের পরিচালনায় ‘গদি’ নাটকটি মঞ্চায়িত হবে। একই মঞ্চে আগামি ২৮ ফেব্রুয়ারি(শুক্রবার) হঠাৎ নাট্য সম্প্রদায় আকতারুল ইসলাম জিননাহ্ রচিত ‘সঙযাত্রা’ নাটকটি পরিচালনা করবেন লুৎফর রহমান মল্লিক।

প্রকাশ, গত ১২ ফেব্রুয়ারি(বুধবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে নাট্য উৎসবের উদ্বোধন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মুজিব বর্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান নাট্য উৎসবের আয়োজন করেছে। শিল্পকলা অ্যাকাডেমি নাট্য উৎসবে সহযোগিতা করছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno