আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:২৯

টাঙ্গাইলে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার(১৪ এপ্রিল) সকালে ডিসি লেক থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।
শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।
শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য সাজে সজ্জিত হয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক- শিক্ষার্থীসহ সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেয়।

‌”ভাসানী বিশ্ববিদ্যালয়”

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলা শুভনববর্ষ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, বৈশাখী মেলা, শিক্ষক ও কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে পিলো পাসিং, চাচা আপন প্রাণ বাঁচা, রশি টানাটানি, হাঁড়িভাঙ্গা, মোরগলড়াই, কাবাডি, রম্য বিতর্ক, নৃত্য ও সঙ্গীত পরিবেশন, নাটক ইত্যাদি।
রোববার(১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাাউদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে একাডেমিক ভবন হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।উদযাপনটাঙ্গাইলে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার(১৪ এপ্রিল) সকালে ডিসি লেক থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।
শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।
শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য সাজে সজ্জিত হয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক- শিক্ষার্থীসহ সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেয়।
‌”ভাসানী বিশ্ববিদ্যালয়”
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলা শুভনববর্ষ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, বৈশাখী মেলা, শিক্ষক ও কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে পিলো পাসিং, চাচা আপন প্রাণ বাঁচা, রশি টানাটানি, হাঁড়িভাঙ্গা, মোরগলড়াই, কাবাডি, রম্য বিতর্ক, নৃত্য ও সঙ্গীত পরিবেশন, নাটক ইত্যাদি।
রোববার(১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাাউদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে একাডেমিক ভবন হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno