আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৯:৩৬

টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে মুক্তিযোদ্ধাদের অবস্থান কর্মসূচি পালিত

 

দৃষ্টি নিউজ:


মাসিক ভাতা ত্রিশ হাজার টাকা ও কোটা পদ্ধতি বহাল রাখাসহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে অবস্থান কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা। সোমবার(১৪ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শহরের নগরজলফৈ নামক স্থানে ‘আমরা সবাই বীরমুক্তিযোদ্ধা’র ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার খন্দকার জহুরুল ডিপটি প্রমুখ। দুই ঘন্টা ব্যাপি এই অবস্থান কর্মসূচি চলাকালে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচিতে মুক্তিযোদ্ধা ইউনিটের বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দসহ পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।
মুক্তিযোদ্ধাদের অবস্থান কর্মসূচিতে দাবিকৃত পাঁচ দফাগুলো হচ্ছে, সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধাদের ৩০%(ত্রিশ ভাগ) কোটা বহাল রাখা, মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ত্রিশ হাজার টাকা করা, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল প্রকার কার্যকলাপ বন্ধ করা, মুক্তিযোদ্ধাদের সর্বস্তরে সরকারিভাবে সম্মান প্রদর্শন করা ও রাজাকার মুক্ত বাংলাদেশ গড়া।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno