আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৩:২৪

টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলে দায়িত্বরত র‌্যাপিড অ্যাকশন ব্যালিয়ন(র‌্যাব)। মঙ্গলবার(১৭ এপ্রিল) বিকালে ময়মনসিংহের গোলকিবাড়ী এলাকার নাহার ভিলা নামীয় পাঁচতলা বাড়ির নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাট থেকে প্রতারক মো. সজল আমিন তরফদারকে (১৯) গ্রেপ্তার করা হয়।
জানা যায়, র‌্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের গোলকিবাড়ী এলাকার নাহার ভিলা(বাসা নং-৩১/৫) নামীয় পাঁচতলা বাড়ির নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে অভিযান চালিয়ে মিথ্যা প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের সদস্য মো. সজল আমিন তরফদারকে গ্রেপ্তার করে। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খরাবর গ্রামের মো. লুৎফর রহমান তরফদারের ছেলে। এ সময় তার কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ৯টি প্রশ্নপত্রের স্ক্রীনশট এর ছবি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno