আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৭:১০

টাঙ্গাইলে মন্দির ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায় শীর্ষক প্রকল্পের শিক্ষকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার(১৭ এপ্রিল) দুপুরে শিশু একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সিনিয় তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। বিশেষ অতিথি ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ আলী, শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র সাহা প্রমুখ। এসময় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno