আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৪:১৮

টাঙ্গাইলে মহান মে দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:

‘দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য দীর্ঘজীবী হোক’ প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার(১ মে) দুপুরে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক শ্রমিক সমাবেশ এবং শোভাযাত্রার আয়োজন করা হয়।
সমাবেশে জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. বালা মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আলহাজ মো. ছানোয়ার হোসেন এমপি, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোশারফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিঞা, সদন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে পৌর উদ্যানে মিলিত হতে থাকে। অনেকেই আবার ঢাক-ঢোল বাজিয়ে নাচ-গান করে অনুষ্ঠানে আসেন। পরে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno