আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সন্ধ্যা ৭:৪৪

টাঙ্গাইলে মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ৭

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় হাজির হয়ে জামিন নিয়ে ফেরার পথে রোববার(৪ নভেম্বর) দুপুরে প্রতিপক্ষের হামলায় সাত ব্যক্তি আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় আহতরা হচ্ছেন, কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের হাছেন মুন্সীর ছেলে সোরহাব আলী, মো. দারোগ আলীর ছেলে ও ইছাপুর তৌহিদ ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আনিছ, মো. সুরুজ্জামানের ছেলে ও এলেঙ্গা সোহাগ ট্রাভেলস এজেন্সীর মালিক মো. সোহাগ, সোরহাব আলীর ছেলে খোকন, আফজাল হোসেনের ছেলে আমিনুল, শামছুল হকের ছেলে হিমেল, ঠান্ডু মিয়ার ছেলে আয়নাল। আহতদের মধ্যে সোরহাব আলী, মো. আনিছ ও মো. সোহাগকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
জানাগেছে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের হাছেন মুন্সীর ছেলে সোরহাব আলীর সাথে জমি নিয়ে প্রতিবেশী রূপা শেখের ছেলে কিশমত আলীদের বিরোধ চলছিল। বিরোধীয় জমিতে সোরহাব আলীরা ধান রোপণ করলে তা কিশমত আলীরা লোকজন নিয়ে কেটে নেয়ার চেষ্টা করে। ওই সময় সোরহাব আলীরা বাধা দিলে প্রতিপক্ষের লোকজন দৌঁড়ে পালিয়ে গেলেও একজনকে তারা পিটিয়ে আহত করে। ওই ঘটনায় কিশমত আলী বাদি হয়ে প্রতিপক্ষের সাত জনের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় সোরহাব আলী সহ অন্যরা রোববার টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান। জামিন পেয়ে তারা ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে শহরের নতুন বাস টার্মিনালের দিকে যাওয়ার পথে জেলা সদর গেটের সামনে পৌঁছলে প্রতিপক্ষের আব্দুছ ছালামের নেতৃত্বে টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকার ইকবালের ছেলে আরমান(৩৮), পূর্ব আদালত পাড়ার মজিদের ছেলে খোকন(৩৫), পাড়কুশিয়া এলাকার আজম আলীর ছেলে রাজিব(৩৪), কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আ. ছাত্তার(৪০), মৃত দারোগালীর ছেলে ইসমাইল(৪৫) সহ ১০-১২ জনের একদল সন্ত্রাসী ইজিবাইক থামিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে তারা পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসী রাজিবকে আহতরা আটক করে। পরে আটক রাজিবকে টাঙ্গাইল মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আহতরা জানায়, মামলায় জামিন নিয়ে আদালত চত্তর থেকে ইজিবাইকযোগে ডিস্ট্রিক্ট গেটের কাছে পৌঁছলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে তাদেরকে আহত করে। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সায়েদুর রহমান জানান, আহত রাজিবকে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno