আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১১:৫৫

টাঙ্গাইলে র‌্যালি মাধ্যমে র‌্যাবের সচেতনতা কর্মসূচি পালন

 

দৃষ্টি নিউজ:

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য টাঙ্গাইলে র‌্যাব-১২’র সদস্যরা র‌্যালির মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা ও মাইকিং করেছে।

রোববার(২৯ মার্চ) সকালে র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এর আগে র‌্যাবের পক্ষ থেকে শহরে হাতধোয়া কর্মসূচি ও মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২ ও সিপিসি-৩’র কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাদসহ অন্যান্য সদস্যরা।

র‌্যাব-১২ ও সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাদ জানান, তারা লোকজনকে বাড়িতে থাকার জন্য অনুরোধ করছেন। বাড়িতে থাকাটা খুবই গুরত্বপূর্ণ। প্রশাসনের নিয়মকানুন মেনে কাজ করলে অবশ্যই করোনা পরিস্থিতি মোকাবেলা করা যাবে। তাদের এই কর্মসূচি বিভিন্ন উপজেলায়ও চালানো হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno