
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের বেপারীপাড়ায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ প্রাইভেট সার্ভিস অ্যাসোসিয়েশনের(বিপিএসএ) উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২২ মে) জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম প্রধান অতিথি হিসেবে পৌরসভার ১২নং ওয়ার্ডে ওই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
শহরের বেপারীপাড়া ছাপড়া মসজিদ প্রাঙ্গনে বিপিএসএ’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শামীম আল মামুনের সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার
সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, দৈনিক আকাশবার্তার সম্পাদক মো. রুহুল আমিন, জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান লিটন, টাঙ্গাইল সদর উপজেলার প্রাক্তন স্বাস্থ্য পরিদর্শক মো. আ. ছাত্তার মিয়া প্রমুখ।