আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  ভোর ৫:২৪

টাঙ্গাইলে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুল শিক্ষার্থীদের পুরস্কার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার(২৭ মে) দুপুরে পৌর এলাকায় স্কুলের কার্যালয়ে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার তুলে দেন, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম। এসময় আরো উপস্থিত ছিলেন, স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী, রাইট ফেয়ার’র প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদসহ অভিভাবক ও শিক্ষক-শিক্ষর্থীরা। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীদের পড়া লেখায় মনোনিবেশ হওয়ার লক্ষে মেধা যাচাই করে ক্রেস্ট প্রদান করা হয়।
জেলা শিক্ষা অফিসার লায়লা খানম বলেন, ক্ষুদে শিশুদের নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা খুবই কঠিন। টাঙ্গাইলে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুল ছোট্ট শিশুদের নিয়ে সুন্দরভাবে স্কুলটি পরিচালনা করছে। শুধু পড়া নয়, বিনোদন ও খেলাধূলার মাধ্যমে শিশুদের পড়ার পাশাপাশি সুন্দর লেখা শিখানো হচ্ছে। জেলা শহরগুলোতে এ রকম প্রতিষ্ঠান আরো গড়ে উঠবে বলে আমি মনে করি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno