আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ৬:০১

টাঙ্গাইলে ৭৩০বোতল ফেনসিডিলসহ দু’জকে গ্রেপ্তার করেছে র‌্যাব

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরের হামিদ অ্যান্ড কোম্পানী-২ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ৭৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)। শুক্রবার(৩ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ খানপাড়া গ্রামের মৃত.রিফাত শেখের ছেলে মামুনুর রশিদ মামুন(৩২) ও বাবুপুর মধ্যপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে শরিফ উদ্দিন শরিফ (৩১)।
টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. শফিকুর রহমান জানান, ৭৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। অভিযানে একটি মিনি পিকআপ ট্রাকে পরিবহনকৃত ভারতীয় আমদানী নিষিদ্ধ ৭৩০ বোতল ফেনসিডিল, পাঁচটি সিম কার্ড ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno