আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ১:২৪

টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন জমে ওঠেছে

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন জমে ওঠেছে। আগামি ২০ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। বরাবরের মতো এবারও বার সমিতির ১৭টি পদের বিপরীতে দুইটি প্যানেলের ৩৪ জন আইনজীবী দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একটি প্যানেল হচ্ছে মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত আলো-নাছিম পরিষদ, অপরটি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত সাত্তার-মঈদুল পরিষদ।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত আলো-নাছিম পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন, সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম খান আলো, সহ-সভাপতি বংশী বিনোদ গোস্বামী ও হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক একেএম নাছিমুল আক্তার, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুহুল আমীন, লাইব্রেরি সম্পাদক হাফিজুর রহমান খান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আকবর হোসেন রানা, ক্রীড়া সম্পাদক জগদীশ চন্দ্র বিশ্বাস এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন এসএম জহিরুল ইসলাম, সারমিন খান, কামরুল ইসলাম স্বপন, নুরুল হুদা মিণ্টু, মোহাম্মদ ইকবাল হোসেন, অনুপম দে অপু, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মোহাম্মদ জিয়ারত আলী ও জাহাঙ্গীর আলম তালুকদার।
অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত সাত্তার-মঈদুল পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন, সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান ও মোহাম্মদ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম শিশির, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক খান, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান মিয়া টিটু, ক্রীড়া সম্পাদক খন্দকার রুকুনুজ্জামান এবং কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন রকছি মেহেদী, মোহাম্মদ রইজ উদ্দিন, রফিকুল ইসলাম রফিক, মোহাম্মদ শফিকুল ইসলাম, আরিফুর রহমান খান, খন্দকার মনিরুল ইসলাম, রাশেদা আক্তার, খন্দকার আসাদুজ্জামান ও মোহাম্মদ লিটন মিয়া।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান আলম। টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির মোট ভোটার সংখ্যা ৬৬০জন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno