আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৭:৩৩

টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ‘টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃস্পতিবার(১৫ নভেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ‘টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী বাস্তবচায়ন চাই’ সমন্বয় কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে ‘টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী’ দ্রুত বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন, ‘টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী বাস্তবচায়ন চাই’ সমন্বয় কমিটির সভাপতি মো. জাকির হোসেন, টাঙ্গাইল ড্রামাটিক ক্লাবের(সিডিসি) সহ-সভাপতি ও বিশিষ্ট নাট্য নির্দেশক ফারুক কোরেশী, টাঙ্গাইল থিয়েটারের সভাপতি মো. সেলিম তরফদার, টাঙ্গাইল শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি বিশিষ্ট গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী ফিরোজ আহমেদ বাচ্চু, নাট্য ¯্রােতের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন, জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সহ-সভাপতি আব্দুর রহিম কালু, বিশিষ্ট নাট্যকার ও নাট্য নির্দেশক এনামুল হক দীনা, ‘টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী বাস্তবচায়ন চাই’ সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি রতন আহমেদ সিদ্দিকী, তালহা আল মাহমুদ প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno