দৃষ্টি স্পোর্টস:

টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে সাইফ পাওয়ার ব্যাটারী এবং শহিদ ক্যাডেট অ্যাকাডেমি ও অ্যাকাডেমিক স্কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ শুরু হয়েছে। শুক্রবার(১১ অক্টোবর) বিকালে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শহীদুল ইসলাম।
টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, শহীদ ক্যাডেট অ্যাকাডেমির চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল লীগ পরিচালনা পরিষদের সদস্য সচিব কাজী জাকেরুল মওলা।
https://youtu.be/uVKKZ04Dmmc
দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে মোট ১৫টি দল অংশ গ্রহন করছে।