আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৮:০০

টাঙ্গাইল-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতায় দুই নারী প্রার্থী

 

দৃষ্টি নিউজ:


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনে দুই নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হচ্ছেন, কৃষক শ্রমিক জনতা লীগের মির্জাপুর উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক লিপি আক্তার ও প্রগতিশীল গণতান্ত্রিক দল মনোনীত শ্রীমতি রূপা রায় চৌধুরী।
জানাগেছে, এ আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৯ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন। এদের মধ্যে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সাংসদের এমপি মো. একাব্বর হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাব, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, ওয়ার্কার্স পার্টি টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি গোলাম নওজব পাওয়ার চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগ মির্জাপুর উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক লিপি আক্তার, প্রগতিশীল গণতান্ত্রিক দল মনোনীত শ্রীমতি রূপা রায় চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মো. শাহিনুর ইসলামের মনোনয়নপত্র বৈধ এবং খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশোয়ারির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
এই আসনে বিএনপির দুইজন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়া হলেও আগামি ৮ ডিসেম্বর একজনের মেনানয়নপত্র প্রত্যাহর করা হবে বলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া জানিয়েছেন।
বিএনপির প্রার্থী নিশ্চিত হলেই কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী লিপি আক্তার তার প্রার্থীতা প্রত্যাহার করে নিবেন বলে দলীয় সূত্রে জানাগেছে। এদিকে প্রগতিশীল গণতান্ত্রিক দল মনোনীত প্রার্থী শ্রীমতি রূপা রায় চৌধুরী একাই মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রগতিশীল গণতান্ত্রিক দলে তার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno