দৃষ্টি নিউজ:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘তারুণ্যের উচ্ছাস’ নামক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৩৫০টি ফলজ ও ভেষজ গাছ রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ গাছ রোপন কর্মসূচি পালন করা হয়।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থী ও অ্যালামনাই শিক্ষার্থীরা ওই কর্মসূচির অর্থায়ন করে।
https://youtu.be/kTuX27DnZ-E
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মাহবুব মোরশেদ সহ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরআগেও বিভিন্ন বিদ্যালয়ে প্রায় দুই হাজার গাছ এ সংগঠনের উদ্যোগে বিতরন করা হয়।