
ধনবাড়ী সংবাদদাতা:
টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার শিশু-কিশোর অ্যাকাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৩ ফেব্রুয়ারি) অ্যাকাডেমি প্রাঙ্গণে ওই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সমাজ সেবক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, ধনবাড়ী উপজেলা ছঅত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাহিদ আল রনি, ধনবাড়ী উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, ধনবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের যুব ও ক্রীড়া বিষয় সম্পাদক মো. আনোয়ার হোসেন।
অন্যদের মধ্যে শিশু-কিশোর অ্যাকাডেমির পরিচালক মো. বকুল হোসেন, প্রধান শিক্ষক মো. ফিরোজ আহমেদ সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা উযপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিলুফা ইয়াসমিন নিলু। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।