আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৪:৩৪

নাগরপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ^রী নদীর শাখা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার(১৮ আগস্ট) সকালে উপজেলার নলসন্ধ্যার জিয়া খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, রোববার সকালে জেলেরা মাছ ধরার জন্য ওই খালে জাল ফেলতে গেলে নদীতে লাশ ভাসতে দেখে ভয়ে চলে আসে। পরে স্থানীয়রা নাগরপুর থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি-তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ৮-১০ দিন আগে লোকটিকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে। খৎনা করা থাকায় লোকটিকে মুসলিম হিসেবে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। দ্রæত লাশের পরিচয় সনাক্ত করে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno