আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৯:০৬

নাগরপুরে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত । মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার মীরনগরের মেসার্স বাবুল ব্রিকস, ভাটপাড়ার প্যাসিফিক ব্রিকস ও এটিএম ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজজামান ওই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা যায়, নাগরপুর উপজেলার বিভিন্ন ইটভাটা প্রচলিত আইন অমান্য করে দীর্ঘদিন যাবৎ দাপটের সাথে কার্যক্রম চালিয়ে আসছিল। লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা এবং অনুমতি ব্যতিত মাটি সংগ্রহ করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫ ধারায় প্যাসিফিক ব্রিকসকে দুই লাখ এবং এটিএম ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া লাইসেন্স ব্যতিত ভাটা পরিচালনা করায় বাবুল ব্রিকসের চুল্লি ভেঙে দেয়া হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম, নাগরপুরের ফায়ার সার্ভিস কর্মকর্তা-কর্মচারী, জেলা পুলিশের একটি দল ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno