আজ- শুক্রবার | ৪ জুলাই, ২০২৫
২০ আষাঢ়, ১৪৩২ | রাত ১:৫৮
৪ জুলাই, ২০২৫
২০ আষাঢ়, ১৪৩২
৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ়, ১৪৩২

প্রফেসর ড. মোহাম্মদ শাহ্’র মৃত্যুতে মাভাবিপ্রবি ভিসির শোক

দৃষ্টি নিউজ:

প্রফেসর ড. মোহাম্মদ শাহ্

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোহাম্মদ শাহ্(৬৭) চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার(২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি…….রাজিউন)। তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

মাভাবিপ্রবি’র ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তৌফিক দানের জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন।

প্রকাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোহাম্মদ শাহ্ হাট হাজারী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘনায় গুরুতর আহত হন। ২৯ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে মরহুমের লাশ ফেনী জেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হওয়ার কথা রয়েছে।

মরহুম প্রফেসর ড. মোহাম্মদ শাহ্ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের প্রভোস্ট ও বাংলাদেশ ইতিহাস পরিষদের কার্যকরী সদস্য ছিলেন এবং তিনি বেশ কিছু বই রচনা করে গেছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়