আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৯:২১

প্রশাসনের দৃষ্টি আকর্ষণে স্কুল মাঠে মাছ শিকার!

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শাইটশৈলা উচ্চ বিদ্যালয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবলে পড়েছে। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে হাটু পানি জমে ওঠে। স্কুল মাঠে জলাবদ্ধতার প্রতিকারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে জমে থাকা পানিতে চলছে স্থানীয়রা মাছ শিকারের চেষ্টা করে। শনিবার (২৮ জুলাই) কয়েকজন জেলে শাইটশৈলা উচ্চ বিদ্যালয়ের মাঠে জমে থাকা পানিতে বেড় জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করেন। এলাকার লোকজনও দেশিয় যন্ত্র দিয়ে ভারি বৃষ্টিতে আশে পাশের ডোবা থেকে চলে আসা মাছ উৎসাহ নিয়ে শিকার করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত আলী জানান, মাঠের চারপাশের রাস্তা অনেক উঁচু থাকায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি প্রায় ২০ বছর ধরে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। শুরু থেকেই এ সমস্যা দেখে আসছেন। মাঠে কয়েক দফা মাটি ভরাট করা হলেও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। স্থায়ী জলবদ্ধতা নিরসনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno