দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুরে বংশাই নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে তামিরুল ইসলাম(১৭) নামে এক কলেজছাত্র মৃত্যুবরণ করেছেন। সোমবার(১৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার দাড়িয়াপুর হাই স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তামিরুল ওই গ্রামের আবু হানিফের ছেলে।
সখীপুর ও টাঙ্গাইলের ফায়ার সার্ভিসের কর্মী এবং ডুবুরি দল খবর পেয়ে বিকালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে নিহতের লাশ উদ্ধার করে।
সখীপুরের দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর একটার দিকে দাড়িয়াপুর হাই স্কুল এলাকায় বংশাই নদীতে তামিরুল সাঁতরে নদী পাড় হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধ্যার দিকে ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করে।