আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৩:৪৬

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও বঙ্গবন্ধ’সেতু-ঢাকা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। রোববার(৫ আগস্ট) দুপুর ১২ টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সমবেত হয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল শহর থেকে দুই কিলোমিটার দূরে আশেকপুর বাইপাসে অবস্থান নিয়ে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে মহসড়কে অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগানে আশেকপুর বাইপাস এলাকা মুখরিত করে তোলে শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন যানবাহনের ফিটনেস ও চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে। পরে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আসাদুজ্জামান মিঞার নেতৃত্বে একদল পুলিশ কর্মকর্তা সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবি মানার আশ্বাস দিলে শিক্ষার্থীরা দুপুর দুইটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno