আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৫:১৭

বন্যার্ত প্রত্যেক পরিবারকে ত্রাণের আওতায় আনা হবে :: এমপি টিটু

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেছেন, নাগরপুর-দেলদুয়ারের বন্যার্ত প্রত্যেক পরিবারকে ত্রাণের আওতায় আনা হবে। বন্যার্ত কোন পরিবারই অভুক্ত থাকবে না।

তিনি বলেন, আমাদের দেশে প্রায়শঃই প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। দুর্যোগ মোকাবেলা করেই এ দেশের মানুষ বেঁচে থাকে। সকল দুর্যোগে যিনি সর্বদা গণমানুষের পাশে থাকেন তিনি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাঁর সফল নেতৃত্বের ফলে আমরা ইতোপূর্বে সকল দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। এবারের বন্যায়ও বন্যার্ত মানুষের দুর্দশা লাঘবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। নতুন করে বন্যার্ত মানুষের জন্য ১০০ মে.টন চাল, দুই লাখ টাকার শিশুখাদ্য ও দুই লাখ টাকার গো-খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। যারা এখনও খাদ্য সহায়তা পাননি তারাও দ্রুত ত্রাণের আওতায় চলে আসবেন।

এমপি আহসানুল ইসলাম টিটু বুধবার(২৯ জুলাই) নৌকাযোগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বিভিন্ন বন্যা দুর্গত এলাকার বাড়ি বাড়ি গিয়ে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ

বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, গয়হাটা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর, গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno