আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সন্ধ্যা ৬:৪০

ভাসানী পরিষদের ঐতিহাসিক ফারাক্কা দিবস পালন

 

মাভাবিপ্রবি সংবাদদাতা:

‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, মওলানা ভাসানীর অসম্প্রদায়িক বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাসানী পরিষদের আয়োজনে ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ মে) বিকালে বিশ^বিদ্যালয়ের শাহ নাসিরুদ্দিন বোগদাদী এতিমখানায় এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর মোহাম্মদ হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন, এলাসিন মওলানা ভাসানী কলেজের অধ্যক্ষ এনামুল করিম শহীদ। অনুষ্ঠানে অ্যাডভোকেট সাব্বির আহমেদ, মাভাবিপ্রবি ভাসানী পরিষদের কার্যকরী সভাপতি মুহাম্মদ ইপিয়ার হোসেন, সাধারণ সম্পাদক এমএ আজাদ খান ভাসানী, মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুসহ ভাসানী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno