আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১১:১১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে অর্ডিন্যান্স পরিবর্তনের দাবিতে অবস্থান ধর্মঘট

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন ও বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক অর্ডিন্যান্স পরিবর্তনের দাবিতে গত চারদিন যাবত আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার(১৩ অক্টোবর) আন্দোলনের চতুর্থ দিন সকাল ৯টা থেকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান ধর্মঘট পালন করে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও নানা ধরণের স্লোগানের মাধ্যমে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে চলমান শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক অর্ডিন্যান্স পরিবর্তন ও পূর্বের অর্ডিন্যান্স পূনর্বহাল এবং অর্ডিন্যান্স পরিবর্তন করে পরীক্ষার জন্য নূন্যতম ৭দিন সময় দিয়ে পরীক্ষা নেয়ার দাবি জনান। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে বলেও ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন শিক্ষাবর্ষের অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno