আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:৪৩

ভাসানী বিশ্ববিদ্যালয় ১ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

 

দৃষ্টি নিউজ:

প্রাণঘাতী করোনা ভাইরাসের (COVID-19) সংক্রমণ প্রতিরোধে সর্তকতা অবলম্বনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার(২২ মার্চ) সকালে ভাইস-চ্যান্সেলরের আদেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিজেন্ট বোর্ডের জরুরি সভায় ভাইস-চ্যান্সেলরের অর্পিত ক্ষমতা বলে ২৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক বিভাগসহ সকল অফিস বন্ধের ঘোষণা করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে যেকোনো শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীকে নির্দেশনা মোতাবেক অফিসে উপস্থিত থাকা এবং বন্ধ কালীন সময়ে মোবাইল ফোন খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পূর্ব ঘোষিত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিতের সময় ১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অতি জরুরি বিভাগসমূহ যেমন- ডেসপাচ/ডকেটিং, বিদ্যুৎ, পানি, চিকিৎসা, নিরাপত্তা ব্যবস্থা, টেলিফোন, উন্নয়নমূলক কাজ ইত্যাদি যথারীতি চালু থাকবে। এছাড়া জরুরি প্রয়োজন ব্যতিত বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno