আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৫:২৪

ভূঞাপুরের অলোয়া ইউপিতে চেয়ারম্যান পদে রহিজ আকন্দ নির্বাচিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. রহিজ উদ্দিন আকন্দ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার(৩ অক্টোবর) সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন অফিসার করুণা করুনা সিন্ধু চাকলাদার বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
এরআগে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অলোয়া ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটাররা লাইনে দাঁড়িয়ে দিনভর ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে কোন গোলযোগের খবর পাওয়া যায়নি।
বেসরকারি ফলাফলে মোটরসাইকেল প্রতীকে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. রহিজ উদ্দিন আকন্দ পেয়েছেন পাঁচ হাজার ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতীকে পান চার হাজার ৭৭৫ভোট। বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন নান্নু ধানের শীষ প্রতীকে পেয়েছেন চার হাজার ৫৪ ভোট।
প্রকাশ, দলীয় মনোনয়ন না পেয়ে ২০১৬ সালে ইউপি নির্বাচনে মো. রহিজ উদ্দিন আকন্দ বিদ্রোহী প্রার্থী হিসেবে মাত্র ১৪৯ ভোটের ব্যবধানে পরাজয়ের পর দুধ দিয়ে গোসল করে সারাদেশে ঝড় তুলেন। দুধ দিয়ে গোসল করার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
উপজেলা নির্বাচন অফিসার করুণা সিন্ধু চাকলাদার জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। কোথাও কোন গোলযোগের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, অলোয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সরকারের আকস্মিক মৃত্যুজনিত কারণে এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno