আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১২:৪১

ভূঞাপুরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে চার ব্যক্তি দগ্ধ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে চা স্টলের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে চার ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ডের ওই দুর্ঘটনায় ঘটনায় আহতরা হচ্ছেন, ভূঞাপুর পৌর এলাকার ছাব্বিশা গ্রামের কালু শেখের ছেলে আব্দুল গফুর(৪০), উপজেলার মাদারিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে রুবেন হোসেন(৫৪), গোপালপুর উপজেলার নলীন গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস(৩০) এবং ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে শুকুর(৩৫)।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একাব্বর হোসেন জানান, ভূঞাপুর বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি চা স্টলে গ্যাস সিলিন্ডারে বিষ্ফোরণ ঘটে। এসময় পাশে রাখা সিএনজি চালিত অটোরিকশার আরো একটি সিলিন্ডারে আগুন লেগে বিষ্ফোরণ ঘটে। এতে চা স্টলের দোকানদারসহ চার ব্যক্তি অগ্নিদগ্ধ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আল মামুন জানান, অগ্নিদগ্ধ হওয়া চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত চারজনের মধ্যে তিনজনের ৩০শতাংশের বেশি পুড়ে গেছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno