আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:৫১

ভূঞাপুরে দুই ভুয়া ডাক্তারকে জারিমানা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ভূঞাপুরে দুই ভুয়া ডাক্তারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(১৫ মে) দুপুরে ভূঞাপুর চক্ষু হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। দ-প্রাপ্তরা হচ্ছেন, চক্ষু হাসপাতালের সিনিয়র ডাক্তার হিসেবে পরিচিত আইয়ুব খান এবং জুনিয়র ডাক্তার হিসেবে পরিচিত মঞ্জুরুল ইসলাম মাসুম।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ আহম্মদ বলেন, চিকিৎসা বিষয়ক সনদপত্র না থাকায় তাদেরকে প্রাথমিক পর্যায়ে এই শাস্তি প্রদান করা হয়েছে এবং তাদেরকে আর কোন রোগীদের চিকিৎসা না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
এদিকে হাসপাতালে রোগীদের চিকিৎসা প্রদানের জন্য সনদধারী ডাক্তার এবং ক্রটিপূর্ণ ও পর্যাপ্ত যন্ত্রাংশ না থাকায় ভ্রাম্যমান আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা না করলেও তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno