আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সন্ধ্যা ৬:০৩

ভূঞাপুর ইউএনও’র নম্বর ক্লোন করে টাকা দাবি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে একটি প্রতারকচক্র ফোন করে টাকা দাবি করছে। বুধবার(২ অক্টোবর) সন্ধ্যায় প্রতারক চক্রটি সরকারি নম্বর (০১৭৬২৬৯১৬৩৪) ক্লোন করে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপসহ উপকরণ পাওয়ার জন্য টাকা দাবি করে।

নিকরাইল রাণী দীনমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান জানান, ইউএনও’র পরিচয় দিয়ে ব্যক্তিগতভাবে ল্যাপটপ দিবে বলে টাকা দাবি করে প্রতারকচক্রটি। তার কথায় সন্দেহ হলে ইউএনও অফিসের স্টাফ শামীমের সাথে যোগাযোগ করা হলে জানা যায় ইউএনও’র নম্বর ক্লোন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ জানান, দুই বছর আগেও ভূঞাপুরে যোগদান করার পর নম্বর ক্লোন করা হয়। সে সময়ও বিভিন্নজনের কাছে টাকা দাবি করা হয়। ক্লোনের বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছিল। বুধবারও একই চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে শিক্ষা উপকরণ ও ল্যাপটপ দেয়ার কথা বলে বিকাশে টাকা পাঠানোর জন্য ফোন করে। এতে কাউকে বিভ্রান্ত না হওয়া ও কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য তিনি অনুরোধ জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno