আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৩:১১

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান মালিকদের জরিমানা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল শহরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ও আব্দুল করিমের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, বুধবার দুপুরে শহরের বটতলায় দি নিমন্ত্রণ ও ক্যাপসুল মার্কেটের শ্রীমতী প্রশাধনী, ১-৯৯ শপিং মল, সজনী কসমেটিক্সের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ, ভেজাল পণ্য পাওয়ার অপরাধে বিএসটিআই-এর ১৯৮৫ সালের ২৪/৩১ এর ‘ক’ ধারায় দোকান মালিককে আর্থিক জরিমানা করা হয়। অভিযান শেষে ভেজালযুক্ত বিভিন্ন পণ্য জব্দ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সেগুলো ধংস করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno