আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১:৩২

মেধাবী আনিকাকে বাঁচাতে আর্থিক সহায়তা প্রয়োজন

 

দৃষ্টি নিউজ:

মেধাবী ছাত্রী আনিকা

টাঙ্গাইলের সদর উপজেলার তারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী আনিকা বাঁচতে চায়। আনিকা দীর্ঘদিন যাবত জটিল(ফ্রালাসেমিয়া মেজর) রোগে ভূগছে। তাকে বাঁচাতে প্রতিমাসে রক্ত দিতে হয়। আনিকার বাবা তারটিয়া গ্রামের খাইরুল আজিম মিল্টন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। এতদিন তার বাবা নিজ অর্থে এবং বিভিন্ন আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সহযোগিতায় চিকিৎসা চালিয়েছেন। বর্তমানে অর্থের অভাবে আনিকার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।

আনিকার মা নুরজাহান আক্তার নাসরিন জানান, মেধাবী ছাত্রী আনিকার বোনমেরু প্রতিস্থাপন করতে হবে বলে চিকিৎসকরা একমত হয়েছেন। এটা করতে প্রায় ২৫লাখ টাকা খরচ হবে। তার বাবার সম্পত্তি বিক্রি করেও চিকিৎসার এ ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে।তাই সমাজের হিতৈষী বিত্তবানদের কাছে আনিকার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করেছেন।

তার বাবা খায়রুল আজিম মিল্টনের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর-০১০৩১২১০০০৭১২৭২ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।তার বাবার মোবাইল নম্বর-০১৭২১-০৮৫৫৯৫।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno